মায়াবী সম্মোহন
__________নাজনীন নাহার
কাব্য!
তোমার অনুভবে কী নিবিড় মায়াবী অনুরাগ,
কী নিখুঁত প্রণয় অনুবাদ তোমার ভালোবাসি উচ্চারণে।
আমি ঘুরে ফিরে ফিরে ঘুরে,
আমার প্রিয় কাব্যের প্রেমে পড়লাম।
আমি ঘুরে ফিরে ফিরে ঘুরে,
একটি বিশুদ্ধ বিশ্বাসের প্রেমে পড়লাম।
কবিতা!
আমার সকল তৃষ্ণার সুমিষ্ট শীতল পানীয় তুমি,
তুমিই আমার একমাত্র এবং অদ্বিতীয় নেশা ঘোর।
তুমিই আমার ম্যারিজুয়ানার আসক্তি অ্যালকোহল,
তুমিই আমার ভালো থাকার বিশ্বস্ত বান্ধব।
আমি তোমাতেই আমার প্রণয়ের পরাগায়ণ করি,
তোমাতেই অজস্র ফুল ফোটে আমার নামে।
তোমাতেই আমার বিশ্বাস লিপিবদ্ধ হয় প্রত্যহ,
তোমাতেই আমার ভালোবাসার অষ্টপ্রহর সাজে।
কাব্য!
আমার প্রতি তোমার বিশ্বাসের বিশুদ্ধতা,
আমাকে বেঁধে রাখে তোমাতে।
পৃথিবীর কোনো রং, রূপ, গন্ধই,
আমাকে আলোরিত করে না তুমি ছাড়া।
তোমাকেই পেয়েছি আমার জীবনের মহার্ঘ সুখে,
পেয়েছি ইহ ও পরজনমের একমাত্র প্রেমী রূপে।
তোমাতেই আমার শুরু,
তোমাতেই আমার একমাত্র শেষ।
কবিতা!
তোমার এই বেহিসাবি প্রেম,
আমাকে আজও বাঁচিয়ে রেখেছে।
হিরোশিমা নাগাসাকির মতো,
সম্পর্কের অজস্র ধ্বংসস্তুপ আমাকে মুহূর্তে মুহূর্তে নিঃশেষ করে দিতে চায়।
আমার শহর জেরুজালেমে পরিণত হয়ে যায়,
যখন তখন।
আমি তোমার নিঃশ্বাস থেকে অক্সিজেন টেনে নেই,
আমি তোমার হাত ধরে বারংবার উঠে দাঁড়াই।
তোমার চোখে চোখ রাখলেই,
আমি পৌঁছে যাই জান্নাতুল ফেরদৌসে।
তোমার কোলে মাথা রাখলেই আমি,
পৃথিবীর শাহানশাহ।
তোমাতেই আমার একমাত্র স্বর্গবাস,
তোমাতেই লুটপাট হয়ে যায় আমার সব।
কাব্য!
আমার হৃদস্পন্দনের প্রতিটি ধুকপুক,
তোমার নামজপেই মশগুল।
তোমার প্রতিশ্রুতির প্রতিটি উচ্চারণে,
আমি তোমাতেই সমর্পিত হই।
আমি সম্মোহিত থাকি তোমাতেই,
আমি সম্মোহিত থাকি তোমার হৃদ জঠরে বেড়ে ওঠা কবিতা প্রেমে।
এভাবেই বারংবার আমি,
তোমার বিশুদ্ধ বোধের প্রেমে পড়ি;
আমি প্রেমে পড়ি তোমার মায়াবী সম্মোহনের।
এভাবেই আমরা ভালোবাসতে থাকি আজন্মকাল,
এভাবেই আমরা সুখে বাঁচি আজীবন।
Views: 558