সৃষ্টি ক্ষণজন্মা
___________রোহান খান জয়
রাত তখনও শিশু দিন পার হয়ে গেছে
রোজ আসে রোজ যায়
আমরা থেকে যাই পাখির পালকের মতো।
রাতেরও জীবন থাকে,দিনটাও করে সংসার
মানুষ তুমি করো না বড়াই
কি আছে তোমার, কেনো এতো অহংকার?
নদীও কষ্ট পায় আঘাত পারে না নিতে
মানুষ বড় নিষ্ঠুর কষ্ট দিয়ে আনন্দে মাতে।
মানুষ আমরা পোকার মতো
মানুষ আমরা লোভী
ছেড়ে ভালো তুলে নেই মন্দ
প্রাপ্তি সময়ের করি না কদর
কেউ অধম কেউ সচেতন কেউ লেখে গল্প
জীবন এক অদৃশ্য বিষয়, যে যেমন করে কল্প।
মাটিরও জীবন আছে আকাশও করে গুনগুন
জীবন শুধু মানুষের নয় পৃথিবী ও নিশ্বাস নেয়
ফুলটাও করে অভিমান পাহাড়টা হুংকার দেয়
সাগর গর্জনে নিয়ে আসে বান।
জীবনের জন্য অবিচার কেন সবটাই স্রষ্টার দান।
কিলবিল জনতার স্রোত
কারো ভরসায় বাঁচে অন্য জন
কেউ থাকে কেউ হারায়
কেউ কষ্ট কর্তা কেউ আঘাতকারী
জীবন কখনো সাদা কখনো রঙিন
রেখে আলো মানুষ অন্ধকারেই হাতটা বাড়ায়।
ভেজা রাত শুকানো দিন
আসরে সবাই সমান,
কেনো ভাগাভাগি পৃথিবীর জমি
কেনো হতে চায় অনেকে দখলকারী।
জীবন সবার, আছে অধিকার
কেনো পাহাড়ের ভেঙে দেই পা
কোন নদীকে শুকিয়ে মারি
মানুষ কাঁদে কেনো,ঝরে লাল রক্ত
সবাই ভাসমান ক্ষণজন্মা
কেউ স্থায়ী পারে না হতে, কারো ভিত্তি হয় না শক্ত।
কত শহর হারিয়ে গেছে কত নগর তলিয়ে গেছে মাটির ভিতর।
সভ্যতা লুকোচুরি খেলে নতুন আসে পুরোনো পালায়
জীবন সবার আছে সবাই মরে
কেউ নিয়মে কেউ আঘাতে
কেউ কখনো পায় না কিছু
পৃথিবী একটা মানুষ অনেক
সবাইকে বহমান আপন করে।
পৃথিবী কি জোয়ান বৃদ্ধ না এখনো শিশু
মহাকাশ কি আগের মতোই যেমন ছিলো?
গ্লাক্সি ব্লাকহোল অজানা মহল
কত রঙ কত রুপ কত যে মায়া
কেউ চঞ্চল কেউ বোবা
কেউ সাড়া দেয় হেসে কেউ কেউ কষ্ট বাড়ায় অনেকেই জুলুম করে ঠেসে।
Views: 85