হে পথিক
______ফুয়াদ হাসান
হে আমার দেশ ও জাতি
তোমাদের কি আর কি দিতে পারি,
দেয়ার মত নাই তো আমাদের কিছু”
তবে দিতে পারি হৃদয় থেকে একটা হাসি।
দিতে পারি এক সুন্দর থেকে
সুন্দর তম, গ্রাম সমাজ পরিবার,
যদি বরণ করে নাও আমাদের,
যদি এ পথে পাই কোন একটা মনের মত বন্ধু।
সেই হবে শান্তির খোঁজে স্বপ্ন পথিক,
সেই দিন আমরা সব ভুলে
বরণ করে নেব, হে পথিক।
Views: 149