আজ বাবা দিবস
____________নুরে আলম মুকতা
বিশ্বের সকল বাবার প্রতি পরম শ্রদ্ধা আর সালাম
আমাকে লেখা বাবার চিঠি,
সময়কাল ১৬.০২.১৯৮৪
( চিঠিটির ছবি দিতে পারলাম না এজন্য দুঃখিত , ইয়োথ কলমে লেখা।
কাগজটি নষ্ট হয়ে গিয়েছে, কালি একদম ফিকে আর অস্পষ্ট হয়ে গিয়েছে)
পরম স্নেহাস্পদ
মুক্তা,
আশা করি মঙ্গল মতো আছ। গতকাল তোমার জন্যে কটা টাকা পাঠালাম। আমি জানি তোমার সমস্যা হচ্ছে। কিন্তু তুমি জানো তোমার ভাই সালাম কেও একই সাথে টাকা দিতে হচ্ছে। কি আর করা। আল্লাহ চালাবে। গত মাসে তোমার মায়ের জন্য চিন্তায় ছিলাম। হঠাৎ জ্বর। আজ ভালো। তুমি বেশি চিন্তা কোরো না।
একটি বিষয় মনে রেখ, মানুষ অবহেলা করলে তুমি যদি সৎ পথে থাকো তবে স্বয়ং আল্লাহ তোমাকে সাহায্য করবেন।
আমার চিন্তা তোমাকে নিয়ে যে তুমি কিছু খাও না। টাকার কথা ভেবে? না বাবা, আমাকে কষ্ট দিওনা। আমি যেভাবে পারি তোমাদের চালাবো। জিনুর জন্য তোমার স্যারের বাসার মেসে একটি বেড ভাড়া নিও। ওর ম্যাট্রিক পরীক্ষা শেষ হলেই তোমার কাছে পাঠিয়ে দিব। নিজের বোনের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার জন্য না ভেবে তুমি পদার্থ আর রসায়ন আলাদা করে পড়া শুরু করে দাও। আমি জানি তোমার ম্যাথ আটকাবে না। আজ আর কলম চলছে না।
তোমার বাবা
এম কুতুবউদ্দিন
আমার হৃদয় কাঁপানো এ চিঠি
আজো সযত্নে রক্ষা করে চলেছি।আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্মফিলাপের টাকা বিষয়ে মুষড়ে পড়েছিলাম।
Views: 225