মেঘডম্বুর
______________নাহিদা আফরোজ
দুরন্ত সূর্যের উঁকিঝুঁকি, তেজোদীপ্ত আস্ফালন
পূর্ব থেকে পশ্চিম টগবগে বোরাকের পিঠে আগ্রাসন
অগ্নিগর্ভ ছিঁড়ে চুঁইয়ে নামে সর্ব্বনেশে স্বর্ণচ্ছটা
দু:স্বপ্ন আসে খুঁড়িয়ে খুঁড়িয়ে শামুকের বুকে চেপে
গ্রাস করে ধরনী দু:সাহসের বেড়াজালে বন্দী করে
নিস্তব্ধতায় ডুবে যায় এই শহরের রাস্তাগুলো
কেটে যায় আরো কয়েকটা দীর্ঘ রজনী
যেনো জেনেও জানলো না কেউ, যেনো দেখেও দেখলো না
জানালায় নেই কোনো জীবন্ত ছায়ার আনাগোনা, কোনো উচ্ছ্বাস
মরা নদীতে সাঁতরে চলেছে দীর্ঘশ্বাসের ঝাঁক।
বেলিফুলের মালা বিক্রেতা ছোট্ট ছেলেটা
জেব্রা ক্রসিংয়ে শুয়ে পড়ে হতাশ হয়ে
চোখের তারায় এক টুকরো স্বপ্ন শুন্যে ভেসে বেড়ায়
আহাজারি করে উত্তপ্ত হয় মরুভূমির আকাশ।
পোড়া শরীর নিয়ে বিদগ্ধ এই আমি
যদি দু’হাতে তুলে ধরি একটুকরো ধূপগন্ধী আলো
অঞ্জলি সাজাই জলশুন্য ডাল পাতায়
জোনাকি পোকারা হিংসেয় জ্বলেপুড়ে হবে ছারখার
অযাচিত ভালোবাসায় ভেসে যাবে বাগানবিলাস
শত প্রহরের দু:খ একপাশে রবে পড়ে
অগ্নিপোড়া ভস্ম বাতাসে দিবে আত্মাহুতি
যদিবা তোমার কুঞ্চিত চুলে মেঘডম্বুর বাদ্য শোনা যায়।
Views: 296