
বদলে যাওয়া
_________রাহানা পারভিন
যেদিন তুমি বদলে গেলে
সেদিন থেকে বদলে গেল আমার আকাশ
বদলে গেল আকাশের রঙ
বদলে গেল বাতাস
থেমে গেল সব কোলাহল
বৃস্টি নামলো,কস্টের বৃস্টি,
সুখের বৃস্টি
আমায় ধুয়ে পবিত্র করতে
বৃস্টির দলে যেন প্রতিযোগিতা  লেগে গেল
কে কতটা বেশি দিতে পারে
কারও চেস্টার কোন কমতি ছিলনা
এরপর…মেঘেদের  ক্লান্তি এল
জড়ো হওয়া মেঘেরা সব একে একে দূরে চলে গেল
আকাশ আবারও  নীল হলো
রং্ধনুরা হেসে উঠলো
বাতাস আবার বইতে  লাগলো
শুধু নিকষ কালো  অন্ধকারে
ঢেকে রইলো আমার চন্দ্রাহত পৃথিবী।।।
 
                                                                    







 
			   
			   
			   
			   
			  

