তাপস চক্রবর্তীর তিনটি কবিতা ১ জলের খেলা এখন তুই মগ্ন বসন্তের বাসন্তিক যোগাসনে। তোর আকাশে সিঁথিকাটা পথ– সিঁদুরে এখন রঙিন। অথচ ঊনিশের ব্যর্থ উপনিষদ ব্যবচ্ছদ করি দেখি, শঙ্খের ওপারে এখনও কিছু নোনাপানি এখনও ওখানে শ্রাবণ হানে বরষা বিহীন। পঁচিশের দৈর্ঘ্য প্রস্থে বিশাল আয়তক্ষেত্র এখানে জমে আছে দীর্ঘ অক্ষমতা… এখনও এখানে ওখানে বিন্দাস কেউ। কেউ মহানগরের […] Read more





