খোঁজ _______কাজী লতিফুর রেজা স্বপ্নরা ভাসে প্রজাপতির পাখায় পার্কের বেঞ্চিতে শিশুরা ঘুমায়। অলিগলি পথে নিখোঁজ বনানী নিখোঁজ লালন হবে মুক্ত শুনানি। এসো না আমার শহরে ভেসোনা আমার শহরে। মাছেরা সাঁতরে মরে কাঁচের আধারে স্বপ্নরা আছড়ে পড়ে চাঁদের পাহাড়ে। ভীষণ ভোরে নামে রাতের কোজাগরী জলে ডুবু ডুবু নৈঃশব্দ্যের সোনারতরী। এসো না আমার শহরে ভেসোনা আমার শহরে। […] Read more





