অদ্ভুত শহর -মুহম্মদ ফারুক নাহিদ অদ্ভুত এই শহরে এতো মানুষের ভীড়ে তুমি কি খুঁজবে আমায়? নাকি কুয়াশাচ্ছন্ন ভোরে হারিয়ে ফেলবে অচেনা মানুষ ভেবে, চোখ খুললেই দেখতে পাই অতীতের পাতায় লেখা তোমায় নিয়ে কবিতা আমি কি সেই কবি যে কবিতা লেখার খাতায় এঁকেছে তোমার ছবি? কত বিষণ্ণ সন্ধ্যা পার হয়ে যায় আমি বসে থাকি তোমার অপেক্ষায়, […] Read more





