চেতনায় তুমি ____মোঃফুয়াদ হাসান আমার চেতনায় একটা সাদা কালা তুমি, বসে আছো বেঞ্চের মধ্যেখানে। সব তোমার-ই তরে, তোমারই মায়াই মাখামাখি। তোমার-ই লাল ঠোটের মায়ায় তোমার চোখের ভিতরে শ্যামলা তীব্র রং, যেমন তন্ত্রে মন্ত্রে ভরা রুপ!! চোখ রাখিতে নাহি পরি আমি, তাকাতে পারি না যে এত ভয়, চেহারাটি যখনি উজ্জ্বল হয়। মনের ছিকল ছিঁড়ে মন চলে […] Read more





