মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে নারীর অন্তর্চারিত্রিক এবং আন্তর্চারিত্রিক বৈচিত্র্য : প্রসঙ্গ ‘দিবারাত্রির কাব্য’ ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় নারী চরিত্রায়ণের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছেন বলেই প্রতিভাত। এতে যদিও প্রধান তিন পুরুষ চরিত্রের পাশাপাশি তিন নারী চরিত্র রয়েছে, তবু পরীক্ষানিরীক্ষার মানস থেকেই বোধকরি মিলনান্তক উপন্যাস সৃষ্টি করা থেকে বিরত থেকেছেন ঔপন্যাসিক। স্বভাবসুলভ উন্মুক্ত পরিসমাপ্তি এ উপন্যাসেও রেখেছ... Read more
‘দত্তা’ উপন্যাসের সহজপাচ্য বিশ্লেষণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাস বিজয়াকে কেন্দ্র করে লেখা। তার বাবা বনমালীর লেখা একটি চিঠিতেই নিহিত তার দত্তা হবার রহস্য। নরেনের হাতে কন্যাকে চিঠিতেই সম্প্রদান করে যান তিনি। পিতৃবাসনা এবং প্রেম দুটোই বিজয়ার একবিন্দুতে মিলে যাওয়ায় বলতে পারি চরিত্রনামও তার সার্থক। চরিত্রনামের অন্য একটা ব্যাপারও বিবেচ্য। সকল স্বার্থবাদী কূটনীতির বিপক্ষে নিরঙ্কুশ বিজয় […] Read more





