এঁকেছি বাঁধন হাসনা জাহান মায়া আমি সত্য নিবন্ধিত চোখে শুধু চেয়ে আছি অপলকে পরম স্রষ্টার দিকে- আর ঠিক তাঁর মত করে তোমার দিকে- অপলক সত্য সে চাহন। কতটা বন্ধনে বেঁধেছি নিজেকে সকাল -সন্ধ্যা ফুল আর বৃন্তের মত মেঘেদের ছায়ার মত নিজের ছায়ার মত নিজেকে বিলায়ে, সর্বক্ষণ – থেকেছি তোমার সাথে মৃদু মন্দ হাত দোলাতে- দোলাতে […] Read more
এক মুঠো দুপুর হাসনা জাহান মায়া • আজানের পর পরই এক মুঠো দুপুর কী উজ্জ্বল রঙে আঁকা! রোদেলা আকাশ আর ঝিরিঝিরি নদী- পাড় বাতাস। যেন হেমন্তের পূর্বরাগ শরতের শাড়ীর একপাড় আশ্বিনের শ্বাসজুড়ে উড়ছে। বাতাসের গায়ে বাতাসের সুরেলা চপল শ্বাসাঘাত! ধীরে বইছে দূরে কোথাও নদী,আর সব— সব যেন চুপচাপ, চিকচিক রোদ আর বাতাসের যেন শুধু কথা […] Read more





