অনুভবের পথে ___কামরুল আরেফিন গহীন সে অনুভবের পথে; যেতে যেতে মনে হবে, একদিন তুমি আমি এক রহস্যময় নীরবতায়, এমনই পাশাপাশি হেঁটেছি গোপন স্পর্শ পেতে। সবুজ পার হয়ে আদিগন্ত বিস্তৃত সেই অবাক খোলামাঠ, তারপর আবার সবুজে হারিয়ে; জেনে নিতে চেয়েছি সেই চেনা এক আশ্চর্য অনুভব। তুমি আমার হাত মুঠোয় ভরে নিলে কত সহজেই। জলকাদা বাঁচিয়ে একেবারে […] Read more
অনুভবে অনতিদূর – কামরুল আরেফিন তোমার আমার দূরত্বটুকু ভরে থাকে না পাওয়ার দীর্ঘশ্বাসে। হাহাকারের বিষ জেগে জেগে উঠে নিঃশ্বাসে নিঃশ্বাসে; মনের সমুদ্রে অনুভবের ঢেউ যতটা তোলপাড় ; সেটুকু বেঁচে থাকে অহেতুক পার্থিব সংসারে। তোমার আমার স্পর্শের দিন যেমন আগুনমাখা, শিশির হয়ে ঝরে পড়ছে যেন আজ তাও অঝোরে। ঘাসফুলের ডগায় চমকানো জলের শেষ বিন্দুটি; যেন রোদ […] Read more
You must be logged in to post a comment.