শুনছি তুমি মুখ না খুলেই
হাসতে পারো হা হা।
করবে নাকি চেষ্টা এবার
প্রমাণ দিতে তাহা।
জিভের মাথা তালুর সাথে
আটকে বলো আশি
কিংবা বলো এই দেশটা
বড্ড ভালোবাসি।
বাবাও নাকি ডাকতে পারো
ঠোঁটটাতে ঠোঁট চেপে।
সেই কথাতে বাতাস নাকি
উঠেও কেঁপে কেঁপে!
দুই আঙ্গুলে জিহ্বা চেপে
বলতে পারো চুন?
এরই মধ্যে চেষ্টা শুরু!
হচ্ছি হেসে খুন।
জিহ্বাটাকে চেপে ধরে
বলতে গিয়ে চুন।
করছো দেখি মুখটা বাঁকা
বলছো মুখে নুন।
সকল কিছুর নিয়ম আছে
আছেও উৎসমূল।
ইচ্ছেমতো চললে হবে
প্রতি পদেই ভুল।
Views: 103