বিশাখার অস্তাচলে সূর্যের যাত্রা,
তাকে দাঁড়াতে বলতেই অর্জুনের পদার্পণ,
লক্ষ্যবস্তু তার চোখ,
কোন তাড়া নেই যাত্রার,
টিমটিমে আলোর মতো জোনাকির ঝাঁকে,
মস্ত হায়েনার মতো পোকামাকড়ের জবরদস্তি,,
আমি বললাম” ছেড়ে দাও”,
অট্টহাসিতে পৃথিবী তখন বিদীর্ণ,
সাইক্লোনের মতো উপড়ে ফেলা আংগুলের,
কী বিচ্ছীরি আত্নচিৎকার!!
শকুনের দল কেবল মাত্র তাদের যাত্রায়,
থামাতে না পারলে এখনি আশু বিপদের ঘনঘটা,
আমি বললাম” থামাও এদের”,,,
ডামাডোলে তখন খুবলে খাওয়া লাশের সুর,
ভীত ময়ূরী তখন পেখম তুলতেও ভয় পায়।।
অবিনেশের স্টেশনে এখন মধ্যরাত্রি,
রাত আড়াই টায় শেষ ট্রেন,
আমি বললাম” উঠে পড়ো,উড়ে যাও,”,,,
এখনি সময়,
এখনই সময়,,
অবিনেশের শেষ ট্রেনে উঠবার।।
Views: 139