বৃষ্টির ধর্মই ঝরে পড়া
যেমন উড়তে শেখা পাখির
যত প্রাপ্তি আকাশ দেখায়,
তেমনি তোমার চলে যাওয়ার জন্যই ছিলো আগমন
ছিলোনা পূনর্বার ফিরবার অভিপ্রায়।
স্মৃতি শুধু আঁধারে নিমজ্জিত আলো ছায়ায়
কাঙালের মতো অপেক্ষার চেয়ে নেই যে বড় দহন
সম্পর্কের চুলচেরা বিশ্লেষনের আগেই
পরিনতিতে মিলেছে গুরুদন্ড
নীল কষ্টে পরাভূত হৃদয়ে আজ ক্লান্তি যত
অভিমানের ঘুণপোকা দংশন করে ক্রমাগত।
লতার মতো আষ্টেপিষ্টে পরজীবি হওয়ার তীব্র বাসনায়
আঁকড়ে ধরেছিলাম মরীচিকা ছায়ামুখ
বশিভূত ছিলাম স্বপ্নিল সম্মোহনে
বুঝিনি শুধু দিগভ্রান্ত পাখি নীড়ে ফিরেনা
নিত্যপ্রেমে দিক বদলায় সে নিদারুণ আয়োজনে।
আরাধ্য যে ছিলো প্রণয়
দখলের ছিলোনা অভিপ্রায়
কি নিদারুণ অবজ্ঞায় ছুড়ে ফেললে একরত্তি হৃদয়
এ যেন অনুতাপহীন অহংয়ের পরিতৃপ্তি
বিশ্বাসের গরলে তাই দিয়েছি অবশেষে আত্মাহূতি।
Views: 109