রাতে জানালা খুলে দেখি — কোথাও জোৎস্নার প্লাবন নেই। নিশীপাখিরা ঘুমিয়ে গেছে প্রথম প্রহরেই। দেখি, এপাশে তুমি নির্ঘুম চোখে তাকিয়ে আছ আমারই দিকে। তোমার শরীর জুড়ে চন্দ্রমল্লিকার গন্ধ। কিছু ভালোবাসা পাপ পূণ্য মানে না। খুঁজে ফিরে স্থানু পার্বত্য গুহা। নয়ত উদ্দাম ভরা নদীর বাঁক। জোৎস্না ক্ষুধায় উদোর পূর্ণ করে শুক্লপূর্ণিমার চাঁদ।
প্রতিটি চুম্বনের এপিঠে ওপিঠে থাকে গীতগোবিন্দের শ্লোকের অন্ত্যমিল। ক্রমশ: সুর পায় তার প্রতিটি চরণে। তখন গীতগুলোই কেবল ধ্বনিত হতে থাকে।
Views: 39