স্থির করলাম মিছিলে যাবো মিছিল সাজাবো,
ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড বানাতে বের হয়েছি।
হঠাৎ দেখি ক’জন মানুষ বলছে “তুমি ঘরে যাও, আমরাই আসছি।
ঐ দেখ পেছনে আসছে মিছিল, লাশের মিছিল। ”
ধর্ষিতা নারীর কাপড় দিয়ে বানিয়েছে শক্ত রশি,
ধর্ষিতা শিশুরা সাদা জামাতে তাদের রক্ত দিয়ে লিখেছে ব্যানার, পোষ্টার,
আর অদৃষ্টের হাতুড়ি দিয়ে সেটে দিচ্ছে ধর্ষক খুনির কপালে।
আশেপাশের যত লাশ আছে সবাই উঠে আসছে,
চোখের সামনে খুন হতে দেখেছিলাম যারে
সেও নিয়েছে মস্ত বড় এক চাপাতি।
অগ্নি চক্ষু নিয়ে আসছে কয়েক হাজার পুরুষ আর কয়েক হাজার নারী শিশু।
কারো হাতে লাঠি করো হাতে হাতুড়ি কারো হাতে বাঁকানো রড আর করো হাতে রিভালবার।
আরো ভেতরে গিয়া দেখি
লাশেরা শিখেছে অসম্ভব সব যাদুবিদ্যা,
পানি হয়ে মিশে যাচ্ছে গ্লাসের সাথে
খাবার হয়ে মিশে যাচ্ছে খাবারে,
বাতাসে মিশছে অক্সিজেন হয়ে।
আর কেউ সেজেছে ড্রাইভার
কেউ সেজেছে কৃষক, আরো কেউ কেউ সেজেছে কুলি, শ্রমিক, আরও … ।
যেখানেই পাবে প্রতিশোধ নিবে দারুন প্রতিশোধ।
কিছু লাশেরা সেজেছে ৯ এম এম বুলেট
তারা ধর্ষক খুনির বুকে আঘাত করবে।
তাদের বললাম আমায় সাথে নাও, আমিও যাবো তোমাদের সাথে।
একটি শিশু সকলের পক্ষে থেকে বলে দিলো “তোমাদের বিশ্বাস কিসে?
দেখ আমরা লাশেরা সবাই এক ,
থাকো তোমরা তোমাদের জাত-ধর্ম নিয়ে ।
আমার সাবাই মিলে জেগে উঠেছি,
প্রতিশোধ নিবো কঠোর প্রতিশোধ। “
Views: 46