সুবর্ণলতা
টিপু শাহাদত
সুবর্ণলতা
অপরূপ মায়াময় সুখের নগর
ভাবলেও মনো বনে ফুল ফোটে আনমনে
হৃদি নদে জেগে উঠে শুধু মুগ্ধতা
তুমি সুবর্ণলতা ।
যখন তাকাও তুমি বাতাস কাঁপে
আনন্দ সুখ তার হৃদয়ে জপে
রঙধনু রঙ ছাড়ে আলোর ফুলকি ঝরে
ঝলমল করে উঠে মনের আকাশ ।
সুবর্ণলতা
সারা অঙ্গ বলে যায় হাজারো কাব্য কথা ।
তুমি শুধু নও শুকতারা
রাতের আঁধারে তুমি জোছনার বান
দিনের আলোয় মহা সূর্যের মতো মহীয়ান
পৃথিবীর আসমানে অনন্যা চাঁদ তুমি
সুখের ফল্গুধারা ।
ভোরের বাতাস তুমি নির্মল সুখ
বাগানের ফুল কলি
লেগুনের জলকেলি
মায়ার মূর্তি তুমি আলোর অলক
তৃষ্ণায় মরূভূমে যে পথিক করে হাহাকার
মশকের জল দিয়ে পাশে রও প্রাণ হয়ে
সুখে-দুখে ভালোবাসা আস্থার মুখ ।
সুবর্ণলতা
হৃদয়ের সুখ তুমি সুখের অসুখ ।
০৫ আগস্ট ২০২০, লালমনিরহাট ।
Views: 129