দড়ির একপ্রান্তে দোদুল্যমান শবদেহ
আমার কাম্য নয়।
আমি চাই না সেই মৃত্যু,
যার স্পর্শে নীল হয়ে ওঠে শরীরের সব রক্তবিন্দু।
কিন্তু আমি মরছি প্রতিটি মুহূর্তে…
সমাজের তথাকথিত নিয়মপ্রথায় আচ্ছাদিত
দানবের লোমশ জল্লাদ হাত
বোঁটার ফুলের মত ছিঁড়ে নিচ্ছে
নীতি ও শিক্ষায় পূর্ণ আমার মুন্ডুটাকে।
বিধ্বংসী অমানবিক অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে
ছিটকে টুকরো টুকরো হচ্ছে মানবিকতা,
অন্ধকারাচ্ছন্ন ভয়াল সমাজপটে
হারিকেনের আলোয় খুঁজে চলেছি মানবাধিকার।
চোরাবালিতে ডুবে হাত বাড়িয়ে আছি আশার পথে।
বৈষম্য কাটিয়ে লড়াকু সুস্থ চিন্তাধারা
হয়তো ছড়িয়ে দিবে বিশুদ্ধ অক্সিজেন,
পরাজিত হবে কলুষ প্রথার লোমশ জল্লাদ হাত।
Views: 47