গুলিয়াখালি –
এমন ঘাসের কার্পেট বিছানো সমুদ্র সৈকত পৃথিবীতে বিরল।
এই জায়গাটা শুধু একটা জায়গা নয়,এইটা একটা সুখ। এখানে প্রতিদিন প্রতিটি বিকেল আর সন্ধ্যা যেন হাজির হয় নতুন উম্মাদনা নিয়ে,নতুন ভাবে বাঁচার আহব্বান নিয়ে।
ঘাসের সবুজ কার্পেটের ছোঁয়ায় এখানে ডিপ্রেশন লজ্জিত হয় প্রতিদিন।
একদম ফুরফুরে বাতাস,সমুদ্রের ঢেউ, আর সবুজের সমারোহ, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ প্যাকেজ।
পর পর ২ বার একা একা এখানে গিয়ে কি যে শান্তির সময় কাটিয়েছি সেসব বললে আবার অনেকের হিংসে হবে।
তবে,
যতবার বন্দরনগরীর দিকে যাবো,ততবার ই আমি এখানে একটা করে বিকাল কাটাতে চাই(ইনশাআল্লাহ্ 🙂 )
আমার কক্সবাজার লাগবেনা,লাগবেনা কুয়াকাটা,আমার একটা গুলিয়াখালি-ই যথেষ্ট
(তবে সেন্টমার্টিনের কথা আলাদা 🙂 )
যেখাবে যাবেন:
দেশের যেকোনো প্রান্ত থেকে চট্রগ্রামের সিতাকুণ্ড, সেখান থেকে সিএনজি নিয়ে মুরাদপুর সি বিচ/গুলিয়াখালি সি বিচ বললেই হবে।
গুলিয়াখালি সমুদ্র সৈকত
১০/০৯/২০২০
মুরাদপুর, সিতাকুণ্ড,চট্রগ্রাম
Hits: 288