ইকারুসের মতো
ডানা হীন এই আমিও,
তোমার ভালোবাসায় ভর করে শূন্যে উড়তে চেয়েছিলাম।
পতিত হওয়ার আগেও বুঝিনি
কতোটুকু ফাঁক ছিলো তাতে!
নিমেষে কর্পূরের মতো
উবে গিয়েছিল স্বপ্ন গুলো ;
পেঁজা তুলোর মতো
উড়ে যাওয়া হয়নি আমার
মেঘেদের বাড়ি!
সেই থেকে
ঠায় দাঁড়িয়ে আছি বৃক্ষের মতো,
শিকড় গজিয়েছে বহু গভীরে ;
চাইলেও আর উড়তে পারি না!
আমার একলা আকাশ
থমকে আছে, আমারই মতো।
দু’পায়ের শিকল ছিড়ে
আমার আর উড়ে যাওয়া হয়নি!
সূর্যের সাথে হয়নি ভাব ;
বৃক্ষের মতো নত হয়ে
থাকা শিখে গেছি,
এখন আর ঘূর্ণিঝড়, জলোচ্ছাসেও নেই ভয়।
Views: 49