আজ পাখিদের বলে দাও
দূরে উড়ে যেতে কোথাও,
এখানে বিষণ্ণতার মড়ক
লেগেছে সুখের পালকে।
বুকের মধ্যে মারা গেছে এক সূর্য,
এখানে কালিমা ছেয়ে গেছে।
ভালোবাসা, গৃহত্যাগী হলে
সে গৃহের অন্ন-জলে বিষ,
আর আমাদের দেহ নীলাভ।
আজ বাগান হয়েছে অরণ্য
অরণ্য ভরেছে বুনো কাঁটায়।
পাশ কাটিয়ে এগুতে গেলেই
রক্তাক্ত বুকের জমিন।
এখানে এক জোছনা হারানো চাঁদের
বিলাপ, রাত হারিয়েছে সম্ভ্রম।
লুণ্ঠিত হৃদয় দেখেছে, ধূমকেতু গতিতে
ছুটে আসা রানার কাউকে না পেয়ে
ফিরে গেছে ভালোবাসার পত্র হাতে।
মলিন হয়েছে মন, আজ বিষণ্ণতা সারাক্ষণ।
আরেক জীবনের অপেক্ষায় পুড়ছে
অযত্নের কবিতারা।
ইউক্যালিপটাস থেকে ইউক্যালিপটাস
ছড়াচ্ছে সে দাবানল।
মনও জানে এখানে দ্বিতীয় জীবন
বলে কিছু নেই,
এ জীবনটা ভালোবাসাহীন কাটিয়ে
পরের জীবনটা কাটবে ঘুমিয়েই।
জলদস্যু হয়ে লুটতরাজ করে বিষণ্ণতা
হৃদয়ে পড়ে নয় সাত সাগরের নির্জনতা।
তবু, সেই জেনে ফেলাটুকু সযতনে ঢেকে রাখি
কোথাও একটু ভালোবাসা দেখলেই ছুটে যাই,
তার নগ্ন পায়ে দুই হাতের দশ অঙ্গুলি রাখি।
Hits: 62