এ রাতে যুবতী হাসনা হেনারাও জেগে থাকে
আর আমি সময়ের জানালা খুলে তোমাকে ছুঁয়ে দেই, অথবা দেই না।
তোমার কন্ঠে কি ব্যাকুলতার সুর ?
সে সুর সুদূর, বহুদূর?
তবে এসো, মেঘ ডিঙিয়ে জোৎস্না পাড়ি
নোনা চোখে লিখে দেই অব্যক্ত চন্দ্রকথন
শুষ্ক চিবুকে ঝরে যাক পবিত্র শব্দের স্বরলিপি।
তোমার ব্যস্ত বুকের ক্ষণিক হাহাকারে আবার থেমে যাই
অথবা যাই না।
অথবা ভালোবাসা বেঁচে থাকে আরও কোন ছায়াপথে
আরও কোন ঘুর্নণে আমাদের স্বপ্নরা জেগে থাকে,
যুবতী হাসনা হেনার মত।
এ ব্যাকুল রাতের মত সে সুবাস ভেসে যায়
সুদূর, বহুদূর।
অথবা যায় না।
Views: 79