নোনা ধরা গল্পে কেউ থাকেনা পাশে
তুমি আর তোমার প্রতিবিম্ব!
বৃত্তে বা ব্যাসার্ধে অথবা চন্দ্রপৃষ্ঠে—
ক্রমাগত রঙ এঁকে গ্যাছে রঙহীন মানুষ,
রঙের বিভিন্ন বর্ণমালায়।
কেন্দ্র থেকে দূরে যেতে যেতে
মুখ থুবড়ে পড়ে লাটিম জীবন।
জানা নেই ঘুর্ণনের আহ্নিক গতি আর
বার্ষিক গতির গুণিতক গনিত।
চড়া দামে বিক্রি হয়ে যায় —–
পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতির কাল,
ড্রেসিং টেবিলে লেপ্টে থাকা লিপস্টিকের দাগ
সাদা-কালো জীবনের ক্যানভাসে আবারও আঁকে রঙ।
প্রতিবার——-
Views: 31