ছেড়ে যাওয়া সত্যের পরও
রয়ে যায় কিছু ধ্রুব,
হারিয়ে ফেলা মূহুর্তও কখনো সখনো
পতিত উল্কাপিণ্ডের মত হয় নিখাদ বর্তমান।
কোন এক সন্ধ্যায় বিদায় দিতে না চাওয়া
এক জোড়া অস্থির চোখ উপেক্ষা করেও
হয়তো কেউ অতিক্রম করেছিল
শহরের ব্যস্ততম রাজপথ।
সেই মূহুর্ত টুকুও অতীত হয়েছিল
পৃথিবীর বুকে বহু যুগ আগেই,
তবুওতো কারো বুকের গহনে
তা হয়ে থাকে নিপাট বর্তমান।
ঝরে পড়া কামিনীর সাদা পাঁপড়িতেও
হয়তো থেকে যায় ; না দেখা দীর্ঘশ্বাস ,
সমাহিত হবার বহু সময় পরও হয়তো
কোন কোন শব দেহে লেপ্টে থাকে
কারো গায়ের সুবাস।
কত টুকু দেখা যায় ? কতটুকু যায় ছোঁয়া ?
কত টুকুই বা জানা হয় সত্য ?
দেখতে না পাওয়া রঙের মতো ,
অনু জীবের মতো ,না জানা কষ্টের মত
ছেড়ে আসা ,কত কিছুই তো
থেকে যায় সত্যের অধিক সত্যম ।
Views: 106