সারা ফেরদৌসের কবিতা
১
জীবনের আত্মকথা
সারা ফেরদৌস
◾
অগণিত সুখ সমৃদ্ধির অলীক স্বপ্নে
এগিয়ে চলা জীবন
ছুটে চলা এক রেলগাড়ি
থেমে যায় মৃত্যুর দোরগোড়ায়।
চলমান রেলগাড়ি বয়ে চলা সুখ অসুখের গল্প
ছড়িয়ে দেয় হাওয়ার বুকে নদীর জলে
হাওয়া গুমোট হয়, জল ঘোলাটে হয়
খানিক পর পর ঘন্টা বাজিয়ে
পুনরায় গাড়ির কামরা পূর্ণ হয় নতুন গল্পে
বাঁধনে বাঁধা আত্মীয় অনাত্মীয়ের
রেলগাড়ি বয়সের ভারে শীর্ণ জীর্ণ
কামরায় কামরায় লুকানো আত্মকথন
ক্ষয়ে যাওয়া চাকায় অতীত সুখ স্মৃতি
হঠাৎ ঝাঁকিতে থেমে যায় অচল ইঞ্জিন।
২
মেশিন
সারা ফেরদৌস
◾
রুদ্ধদ্বার খুলো
শব্দের ভাণ্ডারে খুঁজে পাই
অলীক রত্ন
সা সা করে ঘুরছে
শব্দ মেশিন
মগজ বলে কিছু নেই!
৩
ছাই রঙা আকাশ
সারা ফেরদৌস
বাদামি আকাশ ছেয়ে গেছে গোধূলিতে
পাতায় পড়েছে ছাইয়ের অবশেষ
বোকা দৈত্য গিলে খায় আগুনঝরা সূর্য
বাতাসে তখন বুঁনো ফুলের সৌরভ
আর ছাই রঙা আকাশ ভেদ করে
দশটি শ্বেত ঘোড়ার রথে চড়ে
রাতের আকাশে উদিত হয় সোম ইন্দু।
৪
ছাই ভস্ম
সারা ফেরদৌস
সুখ যায় উড়ে দূরে বহু দূরে
দানা বাঁধে কষ্টের বসত বাটি
তুমি হীনা হায় দু’নয়নে তাই
সোনালী দিনের সোনালী অতীত
শূন্য সবই শূন্য ছবি
উড়ে যায় সব মিছে ছাই ভস্ম…!
Views: 203