আমার ভোর
-আয়েশা সিদ্দিকা কনক
ভোর বেলাতে,
ইবাদতে আমার সমর্পন।
তারপর,
সবুজ ঘাসে হাটবো কিছুক্ষন।
গরম চায়ে উৎজীবিত
আমার কণ্ঠ জোড়া।
রবীন্দ্র না হয় নজরুলেতে
আমার আনন্দ খেলা।
তোরা যে ভাই দূরে আছিস,
সাত সমুদ্র পাড়।
তোদের রবি এলো আজি
গোধূলী হয়ে পাড়।
তোরা বন্ধু তেমনি থাকিস,
এখন যেমন আছিস।
ক্ষনে ক্ষনে আমার কথা,
একটু মনে রাখিস I
কবিতা :: আমার ভোর
#আয়েশা_সিদ্দিকা_কনক
স্থান: মন্ট্রিয়েল, কুইবেক, কানাডা
তারিখ: মঙ্গলবার –
১৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ / ০১ সেপ্টেম্বর ২০২০ খ্রীস্টাব্দ
Views: 29