ভালো থাকার কিংবা মন্দ থাকার ক্ষমতা আমরা অচেতন ভাবেই অন্যের হাতে দিয়ে রাখি।
এই আশ্চর্য ধরনের সত্যটা আমি মাত্র কিছুদিন আগে উপলব্ধি করতে শিখেছি।
আমাকে কেউ একটা ফুল দিবে কোন এক শুভক্ষণে সেই আশাতে দিনের পর দিন পার করেছি কিংবা চকলেট অথবা এক কাপ কফির অফারের অপেক্ষাতে থেকেছি বিকেল পর বিকেল!
উঁচু ডাল থেকে পায়ের গোড়ালী টা একটু
তুলে কেন জারুল ফুলটা পেড়ে আনিনি নিজের জন্য কিংবা সেই সোনালু ফুলটা!
ছাতাটা হঠাৎ বন্ধ করে কেন ভিজিনি একা একা ঐ ধান ক্ষেতের আল ধরে!
আমি কেন ভালো থাকি, কিজন্য ভালো থাকি সেই কারণগুলো নিজেকেই খুজে বের করতে হয়! ব্যক্তি ভেদে তা ভিন্ন।
কেউ আমার জন্য যদি কিছু করে সেটা তো আলহামদুলিল্লাহ্ বলে গ্রহণ করবো সেটা ঠিকাছে কিন্তু কেউ করলো না, আমাকে নিয়ে ভাবলো না, ওটা পেলাম না, এই চাকরীটা কেন হলো না, ঐ মানুষটা অবিশ্বাস করলো বলে মন খারাপ করেই একটা জীবন এভাবে যাপন করে যাবো সামান্য বাতাস লেগে নেতিয়া যাওয়া মুড়ির মতোন!!
অথচ যদি সেই মুড়ি মনে রাখতে পারতো সে কতটা পুড়ে আর তপ্ত বালিতে নিজেকে প্রমাণ করে হাসতে হাসতে শক্ত চাল থেকে শুভ্রতে পরিনত হয়েছে তাহলে বাতাসের গায়ে হেলে গলে পড়ত না।
আমরা আমাদের জীবনের কোন কিছুই নিজেরা বেছে নেইনি। সবই আমাদের তকদীর আমাদের নির্ধারণ করে দিয়েছে। আমাদের মা, বাবা, দেশ, পরিবার, পরিবেশ, সমাজ সবকিছুই।
এই সবটা মেনেই আমাদের জীবন।
এরপর নিজের ভালো আর খারাপ থাকাটা অন্যের উপর চাপিয়ে দিয়ে ভালো নেই ভালো বলে চিৎকার করতে থাকি। জীবন নিয়ে হতাশ হয়ে পড়ি!
আজ জীবনের ঠিক এখানে দাঁড়িয়ে আমি ভাবছি এই উপলব্ধিটা আরো আগে কেন হলো না! ভালো একটা তেঁতুল চা সিএনবির মোড়ে দাঁড়িয়ে কেন আমি নিজেকে নিজেই উপহার দেইনি!
যেদিন আমি মাস্টার্সে ফার্স্টক্লাস পেলাম কেন সেদিন নিজেকে একটা ব্রুজ কিনে দেইনি! কিংবা একটা হিজাব!
অন্যেক দিকে তাকিয়ে থেকেছি!
যেদিন আমার প্রথম বেতন হাতে পেলাম সেদিন কেন মা আর বাবাকে নিয়ে জোর করে নানকিনে ছুটে যাইনি স্যুপ খেতে!
কে আমাকে কিভাবে ভাবে,
ভালোবাসে কিংবা কতটা যত্ন করে অবজ্ঞা, অবহেলা করে সেসবে মনদিয়ে ভেবে কতই না মুল্যবান সময় বাতাসের গায়ে মিলিয়ে দিয়েছি!
আফসোস!
কে আমার জন্য কি করবে সেটা না ভেবে
বরং আমি আমার কিংবা অন্যের জন্য করে সেখান থেকে ভালো থাকার উপাদান সংগ্রহ করে, ভালো থাকতে শিখেতে শুরু করেছি।
এক টুকরো মেঘের সাথে বৃষ্টির খেলা দেখে রহমানে কথা ভেবে মুগ্ধ হতে শিখেছি।
রাস্তা পাশের বন্য গাছ তুলে এনে টবে লাগিয়ে ফুল ফুটতে দেখে মন ভালো করতে শিখেছি…..
জবা ফুল ছিঁড়ে এনে কানে গুঁজে নিজেই নিজেকে আয়নাতে দেখতে শিখেছি…..
আরো পাঁচ সাতটা বিষয় শেখার মতোই ভালো থাকাটাও যে শিখতে হয় সেটা আমি মাত্রই শিখলাম!
আজব এই দুনিয়াটা।
এই গুরুত্বপূর্ন জিনিসটা
কেউ শিখাবেনা কাউকে!!!!
অতএব নিজের ভালো আর খারাপ থাকাটা অন্যের উপর ছেড়ে দিবেন না। সচেতন ভাবে জীবন গাড়ীর এইখানে আপনি নিজেই ড্রাইভ করুন।
#উপলব্ধি
Views: 75