শেষ ইচ্ছা
-রাজদীপ মজুমদার
_________________
আমি হয়তো
থাকবো না,তুমি থাকবে।
তুমি গড়বে নতুন এক পথ,
তোমার কাজ
বয়ে নিয়ে যাবে হাজার মনে,
কিন্তু পাবে না পথের প্রান্তে
ওই কাঠ গোলাপের ভালোবাসা।
তুমি ধীরে ধীরে
শিরোনামের সিঁড়িতে
নিজের ধ্বজা নিয়ে হাঁটবে।
কিন্তু পাবেনা আমার স্পর্শ,
পাবে না আমার বাম পাশ,
শুধু পাবে একটা শুকনো মালা।
তুমি এই একাকিত্বে,
নিজের লায়লা দিওয়ানা মনকে
বন্দি করে রেখেছো নকল আনন্দে।
কিন্তু আমার একাকিত্বে,
হাজার অ্যাসিডের জ্বালাময় দাগ।
আমি পারিনি সত্যি,
তোমার তুমি কে ভুলতে।
তা সম্ভব ও নয়!
আমি তোমার কাছেই
শেষ নিশ্বাসে রেখে যেতে চাই
একটা পাহাড় কিংবা একটা নদী
কিংবা একটা ঝর্ণা।
যে তোমাকে বয়ে নিয়ে যাবে
আমার স্মৃতির পারাবারে,
আবার নিয়ে আসবে বাস্তবে।
যদি পারো পরনে সেই নীল শাড়ি,
কোমড়ে সেই শিঞ্জন,
আর নিক্বণের মধুর সুরে,
এসো আমার শেষ যাত্রায়।
আমি হয়তো দেখতে পাবোনা,
শুনতে পাবোনা,
কিন্তু অনুভূতির বৃষ্টিতে
ভিজতে পারবো
একসাথে।
Views: 30