গাড়ীটা কোন মডেলের ভেবে পাইনা নিত্য
তারে মিস্ত্রি দেখায়
চলতে গেলে থমকে দাঁড়ায়! এক ইঞ্চিও সামনে
যায়না, মিস্ত্রি ছাড়া নেই যে উপায়!
ধোয়ামোছা সকাল বিকাল গাড়ীর বডিখান
ঝকঝকে আর তকতকে
কাজে লাগেনা ঠিকঠাক মতো তবুও তার
খাতিরযত্ন বেশি বেশি সবার থেকে।
গাড়ীখান একদিন ছিলো রাস্তার রাজা সমীহ
তারে করতো সবাই
স্বর্ণযুগের সেই মডেলের গাড়ীখানা সবার সেরা
যুগের কাছে রয়ে গেলো অজানাই!
কেউবা বলে একদার বাঘ তাচ্ছিল্যতায় কেউবা
বলে মরা ঘোড়া!
একটুখানি এগিয়ে গিয়ে কেউবা বলে ঘাটের মরা
হায়রে হায়! এমনি তার কপাল পোড়া!
নিত্য তারে মিস্ত্রি দেখায় বাঁচিয়ে রাখার চেষ্টা করে
ঐতিহ্যের সম্মান করা বোঝে যারা
এমনি করেই যুগে যুগে সেই মডেলের গাড়ীগুলো
আজকের দিনের শো- পিস তারা!
Views: 33