চলে যাব ঐ আকাশে
_____তাসলিমা খানম
যদি এইবার বেঁচে যাই –
ট্রোজান ঘোড়ার মতো
উল্টে পাল্টে দিব সব ;
দাবার গুটি পাল্টে দিয়ে
করে দিব কিস্তিমাত।
যদি বেঁচে যাই –
অপমান আর অবজ্ঞাকে
তুড়ি মেরে উড়িয়ে দিয়ে,
নিজের ভেতরের জিজীবিষাকে
অহর্নিশ ভালোবেসে যাব।
আর যদি হেরে যাই –
আকাশটাকে নিজের করে,
উপেক্ষা আর অবহেলাকে
ছুঁড়ে ফেলে দিয়ে –
চলে যাব ঐ আকাশে!
Views: 17