ফানুস
___রাজদীপ মজুমদার
ফানুসের পরিসীমার পরিধি এই আকাশের বুকে এক অদৃশ্য অনুভূতির বন্ধন, ঠিক তেমনি তোমার ওই চোখেতে আমার ভালোবাসার আকাশের পরিধির বন্ধন।
এলোমেলো হাওয়াতে ফানুসের উড়ান অমাবস্যার রাতে শামিয়ানার এক উজ্জ্বল টিপ, তোমার আমার স্মৃতির কথা এক উজাড় ভালোবাসার সায়র এই শহরে আছড়ে পড়েছে বহুবার,তবুও কেন আমি তোমার পথিকে দিন গোনা জাতক পাখি?
ফানুসের আলোতে পথিকের চোখে স্বপ্নের অভিলাষা এক হৃদ স্পন্দন, তোমার আমার রূপকথার এক লহমা ভালোবাসার ছোঁয়া, এই ভালোবাসার জোয়ারে আমি একাই জ্বলছি তোমার ওই মিষ্টি হাসির জন্য।
Views: 17