বরষা মন
___মোহাম্মদ ফারুক হোসেন
আজ বরষাতে মন যায় চলে
রিমিঝিম শব্দে হারিয়ে,
বৃষ্টিতে স্নাত হবো আমরা দুজন
মেঠো পথের মাঝে দাঁড়িয়ে।
ভেজা শরীরে কাদা মাখিয়ে
মেতে উঠবো উল্লাসে,
তোমার হাত দুটি শক্ত করে ধরি
নাচবো মনের আনন্দে।
তোমাকে সাথে নিয়ে শুনবো আমি
পুকুরের মাঝে বৃষ্টি পড়ার শব্দ,
তোমাকে নিয়ে আরও শুনবো
টিনের চালে বৃষ্টির ছন্দ।
যদি পেয়ে যাই মেঠো পথে
চঞ্চল কিশোর কিশোরী যত,
তোমাকে নিয়ে সঙ্গী হবো তাদের
খেলবো বাঁধন হারার মতো।
Views: 9