বলো দেখি মোরে
____জয়ন্ত প্রসাদ গুপ্ত
বাজবে যেদিন বিদায়ের বাঁশী ,
রজনীগন্ধা হয় তো হারাবে তন্দ্রা ,
বকুলের ফুল হবে বুঝি ব্যথায় ব্যাকুল ।
নদীর চোখের জল
বয়ে যাবে ছলোছল ,
আকাশে সজল মেঘের আনাগোনা ।
বেশী কিছু নয় ,
নাহি চাহি অশ্রুজল ।
বলো দেখি মোরে,
আমারে স্মরিয়া হবে কি গো তুমি আনমনা !
বিশ্বাস করো
যাবার আগে নিয়ে যেতে চাই
শুধু এইটুকু সান্ত্বনা ।
Views: 11