মিথ্যের মেট্রোরেল
-পারভেজ পিয়াশ পিউ
শহরটা মানুষে ভরে গেছে !
বিড়াল , কুকুর , পাক-পক্ষীর জায়গা নেই ।
ভোর আছে , আছে সকালের সোনালি রোদ ,
সংবাদপত্র আছে আগের মত , কেবল খবর নেই ।
শিশির আছে , পাতাগুলো বিবস্ত্র
লজ্জাপতিও আছে , নাই এক মুঠো লাজ ।
বড় বড় দালান থেকে শুরু করে ছনের ঘর অব্দি প্রেম আছে
নাই অবলা বিশ্বাস , ধরে রাখার মত শক্ত কব্জি ।
সত্যের পলিশ মাখা রাজপথের উপরে আধুনিক ফ্লাইওভার !
শুধু ফ্লাইওভার নয় তার উপরে মিথ্যের মেট্রোরেল ।
টিকেট কিনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা আর অপেক্ষা ।
এই সুযোগে মহামারী এক রোগ এসেছে ভূপৃষ্ঠে
ভুলে যাওয়া !
টাকা ধার নিয়ে ভুলে যাওয়া ,
ভালোবাসি বলে ভুলে যাওয়া ,
রক্তের রঙ ভুলে যাওয়া ,
মৃত্যুর ভয় ভুলে যাওয়া ,
একাউন্ট নাম্বার ভুলে যাওয়া ,
সেই সেল নাম্বারটি ভুলে যাওয়া !
মানুষ তো নয় যেন খোলসহীন আঁটি
দিক-বেদিক একলা হাঁটি।
দিন শেষে সব মাটি ।
Views: 20