রঙধনুর সাজে
___মোহাম্মদ ফারুক হোসেন
বৃষ্টি শেষে কিছুটা মেঘ
আছে এখনও আকাশ জুড়ে,
মেঘের ওপর সূর্যের কিরণ
আবির ছড়ালো অবশেষে।
সাতটি রঙে সেজেছে আকাশ
সূর্য পানে চেয়ে,
মুগ্ধ হয়ে তাকিয়ে সবে
বিমোহিত তার রূপে।
নিয়ে নাও তুমি যে কোন রঙ
মেখে ফেলো তোমার গায়ে,
সাজিয়ে তুলো তোমাকে
আজ রঙধনুর সাজে।
Views: 20