শিশুদের আয়না
___সুমেরা জামান
এটাই শেখার একটা গুরুত্বপূর্ণ কৌশল, যা মহান আল্লাহ্ তায়ালা তাদের ডিএনএ তে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে।
তাই প্রথমে শিশুরা দেখে শিখে।
কেননা তাদের কোন ভাষা নেই, নেই কোন পাঠের পুস্তক। এরপর সে শুনে শুনে শিখে।
এই পৃথিবীতে একটা শিশু যখন আসে তখন থেকেই সে দেখতে শুরু করে তার চারপাশ। সেই যে শুরু তারপর সে দেখতেই থাকে। দেখতেই থাকে।
তার চারপাশ দেখে, মাকে দেখে, পিতাকে দেখে , নিজের ঘর দেখে, স্বজনদের দেখে। এভাবেই সে দেখে দেখে বুঝতে শুরু করে। শিশু যা দেখে সে সেটাই করে।
এভাবেই একটা সময় পর তারা পড়ে এবং লিখে শিখে।
অর্থাৎ শিশুরা শেখে চারভাবে।
১. দেখে
২. শুনে
৩.পড়ে ও
৪. লিখে।
প্রথম দুটো মানবশিশুর জীবনে খুবই গুরুত্বপূর্ণ। দেখা এবং শুনা।
আমরা ভাবি,
আমরা অন্যদের সাথে রুঢ় আচরন করবো আর আমার শিশু খুব মিষ্টভাষী হবে।
আমরা ভাবি,
আমাদের শিশুরা খুব দয়ালু হোক কিন্ত শপিংমলে যাবার সময় রিক্সা চালকের সাথে নির্দয় আচরণ করি।
আমরা ধরেই নেই যে, আমাদের সন্তান কখনও আমার মুখে মুখে তর্ক করবে না। কিন্তু ওরা দেখে আমরা আমাদের পিতামাতার সাথে তর্ক করছি।
আমরা ভাবি,
আমি তো ওদের অনেক অনেক ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসবে কিন্তু সন্তানের সামনেই ওর মায়ের গায়ে হাত তুলি!
অাসলে এভাবে ওরা ভালো কিছুই শিখেনা। আমরা হলাম শিশুদের আয়না। যা সেখানে তারা দেখে তাই করে।
অাপনার হয়তো মনে নেই যে, শিশুরা অনুকরণপ্রিয়।
আমরা ফোন নিয়ে ঘন্টার পর ঘন্টা থাকি আর ভাবি বাচ্চাটা কেন এমন হলো!
যদি আমি বই পড়ি কিংবা ছবি আঁকি তাহলে আমার বাচ্চাও কিন্তু সেটাই করবে।
আমরা আমাদের শিশুদের মাঝে যা দেখতে চাই সেটা আগে আমাদের নিজেকে করে দেখাতে হবে। আপনি আশ্চর্য হবেন যে আপনি তাই দেখতে পাবেন যা অাপনি করেছিলেন।
তাই আমাদের উচিত শিশুদের ভালো আচরন দেখানো, ভালো বই পড়ে শুনানো, ভালো কবিতা শেখানো, ভালো মুভি দেখানো, ভালো ছবি আঁকতে শিখানো যা তার জীবনকে ম্যাজিকের মতো বদলে দিবে যেমনটা আমরা আশা করি।
Views: 21