শ্যামদাসের ঠিকানা
____মোঃআব্দুল্লাহ রিফাত
এই যে ভাই শুনছো নাকি
শুনলে পরে এদিক আসো,
বলতে পারো এই ঠিকানা
বাস করে কই শ্যামদাসও?
শুনুন মশাই বলতে পারি
ভাবতে হবে আগে,
শ্যামদাস মানে ওইটা না?
ক’দিন আগে ফাটালো মাথা কার সাথে যে রেগে!
পরেরদিনই পুলিশ এসে
বেত মারলো উনিশ ঘা,
ঠিকানাটা বলছি এবার
ডাইনে গিয়ে বামে যা।
সোজা একটা রাস্তা আছে
তারপরেতেই চার মাথা,
ওখান থেকে পূর্বদিকে
বাঁশের মাথায় একটা বাতি ঝুলিয়ে রাখা।
রাস্তা ধরে চলেই যাবে
মিনিট পাঁচেক পর,
দেখবে একটা খেড়ের বাড়ি
দুইটামাত্র ঘর।
ওখান থেকে উত্তরে
কলিমুদ্দিনের বাড়ি,
সেখান থেকে দ্রুত পায়ে
সড়বে তাড়াতাড়ি।
না সরলে ভুত গুলো সব
করবে তোমায় তাড়া,
হলে তুমি হতেও পারো
একাই পথ হারা।
সবশেষে পশ্চিমে
একটা মোড় নিয়ে,
রহিম উদ্দিন বাঁকে তুমি
জিজ্ঞেস করবে গিয়ে।
সেখান থেকে যেথায় খুশি
সেথায় তুমি যাও,
এই ঠিকানা বলেই দিলাম
শান্তি মতন যাও।
Views: 16