অজানার পথিক
_______মোঃ মশিউর রহমান ভূঁইয়া
নানান পথ এসে মিলেছে সেথা দুরূহ ছিলো
গন্তব্যের সঠিক পথ চিনে নেয়া
দেয়না কেউ সঠিক পথের দিশা, উপায়হীন
তাইতো অজানা পথ পাড়ি দেয়া।
অচেনা পথ ছিলো বড়ই দুর্গম চড়াই উৎরাই
ভরা কণ্টকাকীর্ণ বিপদসংকুল
ফিরে আসার ছিলোনা উপায় এগুতে হবে
অবস্থা যতই থাক প্রতিকূল।
অভীষ্ট লক্ষ্য জানা থাকলেও পথ ছিলো অচেনা
তাইতো অজানায় পাড়ি অনিশ্চিত পথে
শতো বাধা অতিক্রম করে কেবল এগিয়ে যাওয়া
ছিলো ব্রত আত্মবিশ্বাসের রথে।
দুর্গম বিপদসংকুল পথে পথে ঝড়-ঝঞ্ঝা নানা দৈব
দুর্বিপাকে কতোজনা গেলো ঝরে
অসাবধানতা অভীষ্ট সিদ্ধির অন্তরায় খেসারত
যার দিতে হয় সারাটি জীবন ভরে।
আত্মবিশ্বাস আর দৃঢ়তার প্রতিক যারা অভীষ্ট
লক্ষ্যে পৌঁছায় কেবল তারাই
ব্যর্থতার অতল তলে হারায়েছে তারা খেয়ালিপনা
আর বিশ্বাসহীনতায় ভুগেছে যারাই।
Views: 21