অদ্ভুত শহর
-মুহম্মদ ফারুক নাহিদ
অদ্ভুত এই শহরে এতো মানুষের ভীড়ে তুমি কি খুঁজবে আমায়?
নাকি কুয়াশাচ্ছন্ন ভোরে হারিয়ে ফেলবে অচেনা মানুষ ভেবে,
চোখ খুললেই দেখতে পাই অতীতের পাতায় লেখা তোমায় নিয়ে কবিতা
আমি কি সেই কবি যে কবিতা লেখার খাতায় এঁকেছে তোমার ছবি?
কত বিষণ্ণ সন্ধ্যা পার হয়ে যায়
আমি বসে থাকি তোমার অপেক্ষায়,
দিনশেষে এতো দিনের অপেক্ষা শূন্যে মিলিয়ে যাবে
আমার সব স্মৃতি হবে দুঃস্মৃতি।
চোখ ভরা জলে ফুটবে পদ্মফুল
চিরদিনের জন্য ঘুমিয়ে গেলে খোঁজ নেবে কি কেউ?
বিদায়ের দিনে হয়তো আমায় ঘিরে অনেক মানুষের ভীড় হবে
আমি জানি তুমিও সেদিন আড়ালে দাঁড়িয়ে কাঁদবে।
Views: 11