অনুভবে অনতিদূর
– কামরুল আরেফিন
তোমার আমার দূরত্বটুকু ভরে থাকে না পাওয়ার দীর্ঘশ্বাসে।
হাহাকারের বিষ জেগে জেগে উঠে নিঃশ্বাসে নিঃশ্বাসে;
মনের সমুদ্রে অনুভবের ঢেউ যতটা তোলপাড় ;
সেটুকু বেঁচে থাকে অহেতুক পার্থিব সংসারে।
তোমার আমার স্পর্শের দিন যেমন আগুনমাখা,
শিশির হয়ে ঝরে পড়ছে যেন আজ তাও অঝোরে।
ঘাসফুলের ডগায় চমকানো জলের শেষ বিন্দুটি;
যেন রোদ লেগে ঝলকাচ্ছে আজ সাড়াটা সকাল।
তোমার আমার বিরহ এখন চৈতালি বাতাসে মিশে।
না পাওয়া যায় তোমার সুবাস;
না পাওয়া যায় আমার উপস্থিতি।
মাঝখানে বয়ে যায় নিয়মিত বিচ্ছেদের এই দুঃসহ স্মৃতি।
তোমার অধরে নধরে ছুঁয়ে থাকে অপেক্ষার দিন ;
মনের ভেতর ছটফট করে অভিসারের গন্ধমাখা ইচ্ছেরাও এমনি বহুদিন৷
তুমি বদলে যাও সময়ের ইশারা পেয়ে ;
আমিও বদলে যাই তাই অভিমানের অলৌকিক গোলকধাঁধায়৷
কিছু দীর্ঘশ্বাস শুধু তোমাকে ছুঁয়ে দিতে চায়
কিছু অব্যক্ত গোপন কথা তোমার নাম নিয়ে আজও বাঁচে!
যদিও অদেখায় অদেখায় জমেছে রহস্যময় দীর্ঘশ্বাসের নদী;
দেখাতেও আর হবে না জানি তার ক্ষতিপূরণ এই অবেলায়৷
Views: 9