অভিমানের কাফন
__________নীল
যে ভালোবাসা,
ভালোবাসা বোঝে না,
সেখানে ভালোবাসা বিলানো নিষ্ফল !!
যে আকাশ শুধু তোমার,
শুধুই তোমার ।
সে আকাশকে, ‘আমার হবে’ প্রশ্ন করা,
বোকামি !!
যে বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষ হোলো,
অথচ,
ফুল,
ফুলের সুবাস,
ও ফলবান হোলো না ।।
সে বীজের জন্মই বৃথা ।।
যে পুর্ণিমার চাঁদ প্রতি নিশিতেই জ্বলে উঠে
আপনাকে তুলে দেয় আপনার মনোরঞ্জনে ।
সে চাঁদকে, কাছে ডাকা বোকামির নামান্তর !!
আর যেখানে জন্মই
প্রেমহীন,
ভালবাসাহীন,
অপ্রয়োজনীয়,
তমসাচ্ছন্ন কালো ।
সেখানে মৃত্যুই শ্রেয় !!
তুমি শ্রবণ ভালোবাসায় তৃপ্ত,
আমি প্রয়োগ প্রেমে নিবেদিত !!
আমরা আমাদের হৃদয় আসন তৈরি
করতে পারলাম না বলেই,
আমাদের দ্বিমুখী প্রেম,
প্রেমের দূরত্বের সীমার দুর্ভেদ্য প্রাচীর
অতিক্রম করলো !!
অথচ,
একনিষ্ঠ প্রেম দিতে এসেছিলাম,
একাগ্র ভালোবাসা পেতেও এসেছিলাম !!
মৃদু ভালোবাসাও পেলাম না বলে,
শুষ্ক মরুভূমির মতো দগ্ধ,
বিধ্বস্ত,
বীভৎস হৃদয়ে জড়াকে ভালোবাসলাম !!
নিবিড় করেই ভালোবাসলাম !!
আজ এ পাতাহীন,
ফুলহীন,
প্রাণহীন ফুল বাগিচার অন্তর্ধানে,
জড়াকেই আপনার আপন করে নিলাম !!
একমাত্র প্রেমহীন জীবনে,
সহস্র পৃথিবীর অভিমানের কাফন পরে !!
শুধুই !!
শুধুই শেষ নীড়ে ফেরায় প্রতিজ্ঞাবদ্ধ হোলাম !!
Hits: 1