আজো টের পাই
__________✍মোঃ মশিউর রহমান ভূঁইয়া
অমূল্য কাকার দোকানের সেই তেল গুড় কাঠি লজেন্সের
নেশা লাগা গন্ধটা আজো টের পাই
বয়ামের ভেতর রাখা সাদা সাদা কদমাগুলো যেনো হেসে
হেসে বলছে -চল তোর সাথেই পালাই!
তাকে সাজানো কমেট মারুফ লেখা কালির দোয়াতগুলো
নান্দনিকতার প্রতিরূপ হয়ে যেনো ফুটে আছে
তারে ঝুলানো কম দামি ফাউনটেন পেনগুলো সময়ের
সেরা মানুষ তৈরির হাতিয়ার হবার কসরত করছে।
বলপেন টা বের হয়নি তখনো যা ছিলো তা সবই আসল
কৃত্রিমতা ছিলো চিন্তারও বাইরে
দোয়াত কলমের সেই ছাত্ররা ছিলো সবাই দেশরত্ন তাদের
যতো বিদ্যাবুদ্ধি ছিলো সবই দেশের তরে।
কেউ জানেনা কালে কালে কী হলো অমূল্য কাকাদের
দোকান গিয়ে সব মল মার্কেটে ছেয়ে গেলো
কৃত্রিমতার আগ্রাসনে বিদ্যাবুদ্ধির সাথে সাথে মূল্যবোধের
অবক্ষয়ে দেশ ও জাতি সব হারালো!
জানিনা কেনো সেই পুরানো গন্ধই ভালো লাগে সেই
পুরানো গন্ধে ছিলো মায়ামমতা ভালোবাসা
কৃত্রিমতার নষ্ট সময়ে নকলের দাপটে হারিয়ে গেছে
সভ্যতা ভব্যতা গ্রাস করেছে দুর্দশা!
Views: 15