আবার দেখা হবে
লেখক : মাহদী হাসানাত খান
রিভিউ : আজমিন আক্তার ইভা
জীবনের রঙে আঁকা বিষমুক্ত কিছু গল্প দিয়ে সাজানো গ্রন্থ— ‘আবার দেখা হবে’
একটি কিশোর উপযোগী গল্পের বই। মানবীয় গুণকে উপজীব্য করা ২১টি গল্পে সাজানো হয়েছে বইটি। কোরআন-হাদিস এবং বাস্তব জীবনের যে ঘটনাগুলো আমাদের জীবন কে পরিবর্তন করতে পারে, তা ছোট ছোট গল্পে তুলে ধরা হয়েছে বইটিতে।
পাঠ প্রতিক্রিয়াঃ
_________________
এই লেখকের লেখা আসলে চমৎকার। যা মুসলিমদের ইমানেরও একটি অংশ। নিজের ভাষায় গল্প লিখেছেন তিনি। যা আমাকে মুগ্ধ করেছে। এক বসাতেই শেষ করতে বাধ্য হবে যেকোনো পাঠক। যেমনটি আমার ক্ষেত্রেও হয়েছিল।
কোনো কিশোর /ব্যক্তি যদি মনোযোগ দিয়ে পাঠ করে, তবে পাঠ শেষে তার মনে যথেষ্ট পরিমাণ পরিবর্তন আসবে বলে মনে করি আমি। এখানে শব্দ গাঁথুনি ছিল সাবলীল, সহজ, সরল শব্দ ব্যঞ্জনায় মৌলিক কিছু গল্পকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে। যে কেউ উপকৃত হবে বইটা পড়লে।
কিশোর-কিশোরীদেরকে করবে উজ্জ্বল আগামী বিনির্মাণে উৎসাহিত। কারণ এর প্রতিটি গল্পই কুরআন-হাদিস ও মানবীয় সু্ন্দর গুণাবলী উপজীব্য করে লেখা।
বইটি কেন পড়বেনঃ
____________________
কভার পেজের কথাগুলো পড়েই মূলত বইটা কেনা আমার… তাই সে গুলো ভ তুলে ধরলাম। যার মাধ্যমে বই সম্পর্কে অনেক ধারণা পাবেন আপনারা।
“গল্প পড়তে কার না ভালো লাগে ! কি বড়, কি ছোট- সবাই ভালোবাসে গল্প পড়তে। সব গল্প কিন্তু ছোট-বড় নির্বিশেষে পড়ার উপযোগী নয়। শুধুমাত্র বড়দের জন্যে লেখা গল্পগুলো ছোটরা পড়তে পারে না। কিন্তু ছোটদের জন্যে লেখা গল্পগুলো সবাই পড়তে পরে। এতে কোনো বাধা নেই, নিষেধ নেই। শিক্ষণীয় কিছু গল্প সন্নিবেশিত করা হয়েছে সবার জন্যে। জীবনের রঙে আঁকা হয়েছে এই বইয়ের প্রতিটি গল্প। যা পাঠককে অনায়াসেই আবিষ্ট করে রাখবে অনন্য এক মোহে।….
ভালো লাগাঃ
______________
ঝকঝকে-তকতকে প্রচ্ছদে মোড়ানো বইটি। যদিও নাম টি ই আমাকে আকর্ষণ করেছে আগে। বইটা কিশোরপযোগী লেখা হলেও আশা করা যায় তা সব বয়সের পাঠকেই মুগ্ধ করবে। যেমন ভাবে মুগ্ধ হয়েছে আমার মতো অনেকে ই।
লেখক পরিচিতঃ
_________________
জন্মের পর শৈশব আর কৈশোর কাটিয়েছেন পুরনো ঢাকার গলি ঘুপচির গিঞ্জি পরিবেশে। শৈশবে স্কুলের এক অনুষ্ঠানে কবি আল মাহমুদ এর কবিতা আবৃত্তি করেছিলেন স্বয়ং কবির সামনেই৷
মন্তব্যঃ
_________
প্রতিটি গল্পেই আছে ইসলামিক কিছু ম্যাসেজ। যা হতে পারে অনেক জন্য হেদায়েত । ‘রাব্বুল-কলম’ লেখকের এই মেহনতকে কবুল করে তাঁর কলমকে আরও শাণিত করুন। তাঁর নেক হায়াত বৃদ্ধি করুক৷ যেন এমন আরো গল্প আমাদের উপহার দিতে পারে। যা হতে পারে আমার আপনার মতো অনেকের হেদায়েত পথে।
Views: 80