আমি মিনু বলছি
____ফাহমিদা আফরোজ
মধ্য রাত থেকে
নিশুতি চারিদিক। একাকি জেগে আমি।
বয়স, পন্চাশ পার
তাই তো অসহায় আমি
চুলে? পাক ধরেছে
ত্বকে বলিরেখার সমাহার
টগবগিয়ে হাটিনা আর
কোমরে, হাটুর ব্যাথায় কুঁকড়ে যাই মাঝেমাঝে।
দৌড়ানোর কথা ভুলেই গেছি
কখনো দৌড়েছি, ছিবুড়ি খেলেছি মনেই পড়েনা —–!
আজ একটুতেই হাঁপিয়ে যাই
রাতে নাক ডাকে
অনেক বদঅভ্যেস হয়েছে
তাই তো স্বামীর পাশে শোয়া হয়না আর
ওর কষ্ট হয় এখন
আমার জন্য — অথচ,
তাই তো বিছানা ছেড়ে
জায়গা নিয়েছি মেঝেতে।
আমার ছোট্ট জগত।
যেখানে অনন্তকাল থাকবো সেখানে আগেই স্থায়ী হয়েছি।
দিন শেষে এটাই আমার শেষ ঠিকানা।
Hits: 1