এ জীবনই শেষ নয়
________মাসুম বাদল
এ জীবনই শেষ নয়-
মরণের পরেও রয়েছে আরেক জীবন – যার শেষ নেই
মৃত্যু তো’ কেবল দুই জীবনের মাঝে সেতুবন্ধ মাত্র –
পার্থিব শরীরী জীবন থেকে অন্তহীন রুহানী জীবনে প্রবেশ – রুপান্তর জীবনের
শক্তির নাহি ক্ষয় – শুধুই বদলায় – আছে শুধুই রুপান্তর মাত্র
মরণেই যদি ফুরোতো জীবন – তবে তো জালিম – মজলুম দুজনেই মিশে হতো ধুলি
জালিমের বেহিসেবি অত্যাচারী জিবনও পেয়ে যেত নিস্তার তার আছে যত অকর্ম – অনাচার
মজলুম বেচারা সুবিচারের অপ্রাপ্তি বুকে নিয়ে হতো ধূলিসাৎ – আফসোসে ভরা প্রাণে
তবে কি জালিমের প্রাপ্য নয় শাস্তি – সুবিচার দিনের মালিক কি নিরব তবে?
না?
জালিমের অপকর্মের শাস্তি – মজলুমের স্বস্তিময় প্রাপ্য শান্তি কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতেই-
মহান আল্লাহ্ রেখেছেন আয়োজন সেই এক শেষ ও সুবিচার দিবসের
পার্থিব মরণেই থামে না জীবন – এ জীবনের প্রাপ্য মেটাতেই
রয়েছে আয়োজন – অনন্ত বাঞ্ছিত আরেক জীবন –
শক্তির নাহি ক্ষয় – শুধুই বদলায় – আছে শুধুই রুপান্তর মাত্র।।
Views: 13