কবি
____মোঃআব্দুল্লাহ রিফাত
একলা মনে নদীর ধারে
চুপটি করে বসে,
একটা ছেলে চাদর গায়ে
কি যেন ভাই কসে।
আপন মনে তাকিয়ে দেখে
নীল আকাশের পাখি,
কেমন করে মেলছে ডানা
উঠছে আবার ডাকি!
চিন্তা করে এই পাখিটা
থাকতো যদি খাঁচায়,
তার কি নিজের সাধ্য ছিলো
আপন কে সে বাঁচায়?
এসব নিয়ে ভাবতে ভাবতে
নৌকা যখন কূলে,
মনের দুয়ার খুললো বোধহয়
কোন সে ফাগুন ফুলে।
নাইকো খাওয়া নাইকো দাওয়া
নাইকো কোনো কথা,
বাড়ি ফিরে বলছে নিজেই
মন গিয়েছে কোথা?
ওই যে বসে আপন মনে
দেখেছিলো ছবি,
সেসব নিয়ে কাব্য লিখে
আজকে ছেলে কবি।
Hits: 0