জন্ম মৃত্যু লাশ অতঃপর
____সরদার মুক্তার আলী
আদম হাওয়া হতে আসা সকল পিতা-মাতা
মহান আল্লাহর অপার নিয়ামত
তাদের মধুর মহান মিলনে
মাতৃ জঠরের সুনিপুন তত্ত্বাবধানে
প্রসবোত্তর দু’চোখ খুলে দেখে
ঝলোমলো সূর্যালোকিত এ আজব মোহময় দুনিয়া।
মাতৃ স্তন্যপান আল্লাহর দেয়া বাতাস পানি
শৈশব কৈশোর পেরিয়ে তেজোদ্দীপ্ত সরগরম যৌবন
বিনয় আনুগত্য অথবা বেপরোয়া ভাব
মনুষত্ব মানবতা জনকল্যাণ আত্মোপলব্ধি
হিংস্রতা হিংসা বিদ্বেষ জুলুমবাজী
লোভ ক্রোধ ক্ষমতা দম্ভ অহংকার।
মনুষ্য সৃষ্ট দারিদ্র অঢেল সম্পদ পাহাড়
হক বেহকের বালাই নেই
কারো কুঁড়ে ঘর আবার সুরম্য অট্টালিকা
সময়ের সদ্ব্যবহার অথবা দারুণ অপচয়।
ক্রমেই শরীর দুর্বল বয়স পঞ্চাশ ষাট
বার্ধক্যে উপনীত আবছা দৃষ্টি
দাপুটে মানব হয়ে উঠে পরনির্ভরশীল
চারদিকে সংসারটা যেনো চাঁদের হাট
তবুও যে পর পর মনে হয় সব কিছু
আত্মকেন্দ্রিক হয়ে উঠে পুরো পৃথিবী
মনে হয় তার কাছে সব প্রয়োজন
শেষ হয়ে গেছে সবার।
সময় ঘনিয়ে এসেছে
যেকোনো সময় ফিরতে হবে ওয়াদা মত
শূন্য হাতে অথবা পাপ পূণ্যের বোঝা নিয়ে
হঠাৎ একদিন আসলো আজরাইল
ওপারের বাসিন্দা তখন
সবাই মিলে কতো দ্রুত শুইয়ে দেবে কবরে
অশ্রু সজল হাতে দোয়া
কদিন পরে দুনিয়ার ব্যস্ততায় ভুলো যাবে সবাই।
ইল্লিন অথবা সিজ্জিনের বাসিন্দা
শেষ বিচারে বেহেশত অথবা দোযখ
অনন্ত জীবনের মহাকাল।
Views: 10