জল – জোছনার রাত্রি
______ফারুকুজ্জামান জুয়েল
দহন জ্বেলে ভোরের খেয়ায় সে-ই প্রথম যাত্রী
হাপর ভেঙে আছড়ে গড়ায় জল- জোছনার রাত্রি।
পরবাসে ধবল জীবন ঘাঁটছে কাঁদা হাঁটু জলে
আঁধার ফেড়ে জলের বুকে পানসে খোয়াব উঠছে ঠেলে।
দিনের শেষে সান্ধ্য আলোয়, খুৃৃঁজছে দিশা আঁধার পথের যাত্রী
বাঁচার তরে জীবন বাজি, পাতছে ফাঁদ চোরা শিকারী
হাপর জুড়ে শঙ্কা ছড়ায়, জল-জোছনার রাত্রি।
আপন আলয় পর হয়ে যায়, পরবাস-ই আপন
হাওয়ায় ভেসে আসছে উড়ে, খুলছে মলাট জীবন।
গরাদ গলে দুচোখ ভরে মেঘ কেটে যায় মনের
জল -জোছনার রূপ কেড়ে নেয় পরিযায়ী হাঁটু জলের ।
Views: 3